Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ: 2041 সালের মধ্যে উন্নত ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে উপজেলা রিসোর্স সেন্টার, মহম্মদপুর, মাগুরা অঙ্গিকারবদ্ধ । এরই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা বিভাগ যোগ্যতাভিত্তিক, মানসম্মত ও টেকসই প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে আপ্রাণ চেষ্টা করছে।  শতভাগ ভর্তি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধকল্পে সকল বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা চালুকরণ, প্রাক প্রাথমিক শিক্ষক, সহকারী ও প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। বিদ্যালয়ের এই সকল নতুন ও পুরাতন শিক্ষকদের একাডেমিক দক্ষতা অর্জনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন উপজেলা রিসোর্স সেন্টার, মহম্মদপুর, মাগুরা  বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য একাডেমিক কার্যক্রম চলমান রেখেছে। শিক্ষকদের যুগোপযোগী ও মানসম্মত পাঠদানে দক্ষ করে গড়ে তুলতে এ দপ্তর প্রয়োজনীয় প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়ন করে যাচ্ছে। বিগত 2014 সন থেকে অদ্যবধি ৪৬২৫ জন শিক্ষককে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও অন্যান্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।  এছাড়া সমাপ্ত বিভিন্ন প্রশিক্ষণের উপর সঞ্জীবনী প্রশিক্ষণ ও বৈশ্বিক করোনাকালীন সমস্যা মোকাবেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন করে করোনাকালীন শিখনঘাটতি পূরণে কাজ করে যাচ্ছে। এছাড়া শিক্ষকদের চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার ম্যানুয়াল প্রণয়ন ও প্রশিক্ষণ মনিটরিং এবং করোনাকালীন অনলাইন পাঠদানে শিক্ষকদের সহায়তা ও প্রশিক্ষিত করা এবং শিক্ষার্থী মূল্যায়নে প্রয়োজনীয় সহায়তা করা হয়েছে। বার্ষিক পাঠ পরিকল্পনার উপর সকল শিক্ষককে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।